Tuesday, August 14, 2018

সম্পাদকীয়-র পরিবর্তে



৪৭ নয় স্বাধীনতা
.
তোমার আমার স্বাধীনতা
রক্তের মত লাল স্বাধীনতা,
তোমার আমার স্বাধীনতা
আকাশের মত নীল স্বাধীনতা,
জেনো সংগ্রাম আনে স্বাধীনতা
জেনো ভাবনা আনে স্বাধীনতা,
৪৭ নয় স্বাধীনতা, ৪৭ নয় স্বাধীনতা
৪৭ আনেনি, দেয়নি স্বাধীনতা।।

কৈশোর থেকে শুধু শুনে গেছি তোমার নাম
ইতিহাসের পাতায় পড়ে গেছি তোমার নাম
তুমি নাম থেকে গেছ স্বাধীনতা
তুমি নাম থেকে গেছ স্বাধীনতা,
তোমার নাম নিয়ে করে খেলো কিছু লোক
তুমি নেই বলে খেলো না অনেক বেশি লোক,
খেতে পাওয়ার নাম স্বাধীনতা
কাজ পাওয়ার অধিকার স্বাধীনতা
পড়তে পারার নাম স্বাধীনতা
ভাবতে শেখার নাম স্বাধীনতা,
জেনো সংগ্রাম আনে স্বাধীনতা
জেনো ভাবনা আনে স্বাধীনতা,
৪৭ নয় স্বাধীনতা, ৪৭ নয় স্বাধীনতা
৪৭ আনেনি, দেয়নি স্বাধীনতা।

তার দুটি চোখ যেন খাঁচায় বন্দী হরিণী
মুক্তির দাবী দাওয়া জানাতে সে আজো পারে নি
তার চোখে জ্বলে ওঠো স্বাধীনতা
তার দেহে ভাষা দাও স্বাধীনতা,
যেই অশনি হানবে তার দৃষ্টি
তুমি শুকনো মাটিতে এনো বৃষ্টি,
তার ঠোঁটে কেঁপে ওঠো স্বাধীনতা
তার নখে ধার হও স্বাধীনতা,
ট্র্যাফিক থামিয়ে চুমু স্বাধীনতা
তাকে নিয়ে প্রতিরোধ স্বাধীনতা
জেনো সংগ্রাম আনে স্বাধীনতা
জেনো ভাবনা আনে স্বাধীনতা
৪৭ নয় স্বাধীনতা
৪৭ আনে নি,দেয় নি স্বাধীনতা।

( কবীর সুমন-এর  গান। তাঁকে কৃতজ্ঞতা জানাই)







সম্পাদকীয় দপ্তর- বেবী সাউ মণিশংকর বিশ্বাস সন্দীপন চক্রবর্তী
                            হিন্দোল ভট্টাচার্য শমীক ঘোষ


যোগাযোগ  ও লেখা পাঠানোর ঠিকানা - abahaman.magazine@gmail.com



লেখা পাঠাবেন অভ্রতে। মেল বডিতে পেস্ট করে অথবা ওয়ার্ড ফাইলে। কবিতা কমপক্ষে পাঁচটি পাঠাবেন। আমন্ত্রিত লেখাও অনুমোদনযোগ্য। প্রেরিত লেখা প্রকাশ পাবে কিনা, তা আমরাই মেল করে জানিয়ে দেব। অপেক্ষা করতে হবে কমপক্ষে দুই মাস। অনুবাদ পাঠালে মূল কবিতাও পাঠাতে হবে। কোনও লেখার কোনও শব্দসীমা নেই। 

No comments:

Post a Comment

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...