Thursday, August 9, 2018

গুচ্ছ কবিতা নবকুমার পোদ্দার





অপরাধ


সমস্ত আয়নায় অপরাধ লুকিয়ে থাকে।
অন্ধকারে মিশে যায় ভালথাকা দরজা।

সেই কবে থেকে তোমাকে নিয়ে প্রবাহ
নক্ষত্রে লিখে ফেলেছি।

বাজারে গেলে ভুলে যাই 
আমিও একতরফা  ডুবসাঁতার।

স্রেফ অগুনিত গিটারের ফেয়ারা
আজও ডাকনাম চেনাতে পারেনি।



সম্রাট

এই যে বলো 
তোমাকে আমি  কিছুই দেয়নি
তাহলে আজও আমাকে সম্রাট বলে ডাকো কেন!


রাজপথ


ভেতর থেকে 

   ঘুরপাক খাচ্ছে 

অণুভব। মথ।

আসল কিম্বা নকল

           পুনর্বার বিপ্লব

দু'খন্ড শূন্যতা

           ধারাবাহিক ঈশ্বর।

আত্মহত্যা    

আত্মহত্যা বাজনা বাজাব।

ধূপগন্ধ পাখি পুষব।

এসো নিকষ।

নিয়মিত খোলস

জমজমাট অস্তিত্বের হরিদাস দেহলতা।


2 comments:

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...