Friday, August 10, 2018

দুটি কবিতা সঞ্চিতা পাত্র





অপেক্ষা

এমনও হয় – আমি পথ চেয়ে থাকি
তুমি আসবে, তুমি পথ চেয়ে থাকো,
সে আসবে।

আসা-যাওয়ার মাঝে
পথ পড়ে থাকে বিষণ্ণ সাপের মতো

অভিমান

কিছুই দেবার নেই
শুধু আছি, এই আশ্বাসটুকু

ক্রিয়ারও প্রতিক্রিয়া নেই
শুধু সকটি ময়ূর পালক
অভিমানে আরও নীল হয়ে যায়

2 comments:

  1. প্রথমটা খুব ভালো ।

    ReplyDelete
  2. যাক কবিকে ধন্যবাদ। আমার নিরেট মস্তিষ্কে প্রবেশ করাতে সক্ষম হয়েছেন সারম। দ্বিতীয় কবিতায় " সকটি" শব্দটা অর্থ হীন লাগলো। মুদ্রণ প্রমাদ কি?

    ReplyDelete

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...