Friday, August 10, 2018

কবিতা সুদীপ চক্রবর্তী






চাঁদ দূরে চলে যাচ্ছে ক্রমশ

কী আশ্চর্য মায়া তোমার, কী আবির
কী লাল রঙ সিঁথিতে ফিরছে আবার,

মুক্তির কথা ভাবলেই আমরা মানুষের কথা ভাবছি।

এসো শপথ করি কাঁধে হাত রাখি
এই গ্রহটা কদিন বাঁচবে, এসো ভুলে যাই

কী আশ্চর্য মায়া তোমার সিঁথিতে লালরঙ
কাঁধে হাত রাখি বন্ধু ভুলে যাই প্লাস্টিক ব্যবহার,

শরীরে প্রবেশ করেও শরীরে আসছো না

কী আশ্চর্য জাদু শিখে এসেছো  ভিয়েতনাম থেকে,

আমরা মূর্তির কথা বলছি রাত বেড়ে যাচ্ছে
খবরে বলছে চাঁদ দূরে চলে যাচ্ছে ক্রমশ।



2 comments:

  1. বাহ ভালো লেখা

    ReplyDelete
  2. কবিতা ক্রমশ কবির বোধগম্যতায় সীমাবদ্ধ হয়ে পড়বে।

    ReplyDelete

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...