Friday, August 10, 2018

দুটি কবিতা তন্ময় চট্টোপাধ্যায়




প্রেমের শব্দরা


উল্টানো ক্যালেনন্ডার
আজ কোন তারিখ নেই!

মেঘ জমে আছে কার্নিশে..

একটা আবক্ষ মূর্তি শুধু ছুটে বেড়াচ্ছে 
এ ঘর থেকে ও ঘর
এ জানলা থেকে ও জানলা। 

বৃষ্টির ফোঁটা বুকে গেঁথে নিচ্ছে মাধবীলতা..

পায়ের ছাপ নিয়ে প্রশ্ন করতেই 
মূর্তি হাত তুলে বাইরে দেখালো,

প্রচন্ড বৃষ্টিতে ভিজে যাচ্ছে প্রেমের দিনগুলো...



অভিমান


যে হাতের স্পর্শে ঝরে পড়েছিল পাতা 
তাকে আগুন ভেবো না। 
শুধু মনে রেখো ওই আঙুল ফুটিয়েছিল কুঁড়ি একশো আটটা। 

আজ সে কথা মনে নেই পুজোর সিংহাসনের। 

শুধু সে চেয়েছিল চুপচাপ মাথা নত করে  গোড়ার দিকে চেয়ে
অনন্ত অাশা বুকে নিয়ে বসে থাকা। 
চুঁইয়ে পড়া জলে সে ভিজে মুখ উঠেছিল একবারই তোমারই চোখের দিকে
তোমারই ঠোঁটের দিকে 
এক অবিচ্ছেদ্য আহ্বান শুনে নিতে। 
যে হাতের রেখায় পুরনো দাগ লেগে থাকে
সেই নতুনের কান্ডারী-
এ কথা জেনেও শুধু অভিশাপ দিয়ে গেছো। 
ঝরা পাতা সরিয়ে দিতে দিতে নতুন দু পাতার মাঝে যে একান্তে চেয়ে বসেছিল একটি ফুল ,



তাকে তুমি অভিমান বলে ডেকো....

No comments:

Post a Comment

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...