নিজস্বী
১
ব্যকরণে নামে অন্ধকার । ভয়ের হয়েছে বিশ্বায়ন।
হাতে পায়ে মুখে স্তম্ভিত। ভাগ্যবানের আজ মরণ।
ভাগ্যটা কার? জমিদারির? উচ্ছন্নে তা কার পাপে?
ধুলো মাকড়শা পতঙ্গ : ঢেকে যাচ্ছে ত কিংখাবে।
২
লিঞ্চিস্তান ভারতবর্ষ। ধর্ষণপীঠ ইন্ডিয়া।
আপাতহর্ষ দুঃসাহস। ওয়াটস্যাপে দোলে কার হিয়া!
৩
এই যে বোতাম। কী অনিবার।
টিপলেই ছোটে বাক্যবাণ।
এই যে বোতাম। অশ্বেতর
ছুটে যায় পিঠে অস্ত্রশাণ।
মাথাকে ঠান্ডা করে রাখ,
গান শুনে শুনে হিন্দি আর
বিশেষ্য বিশেষণ ক্রিয়া।
দেশ ঢেকে শুধু স্কন্ধাবার।
যুদ্ধ এখন নিজস্বী।
যুদ্ধ এখন বিশ্বযান।
পরবাসী আর পড়শিকে
মাটি কেড়ে নিয়ে অন্নত্রাণ।

ডেকে বলি, তুই নিরস্ত্র
তাড়াব তোকে , না, রাখব না
এ আমার দেশ নিজস্ব।
প্রিয় কবি।ভালো লাগা কবিতা ।
ReplyDeleteখুব ভালো লাগলো।
ReplyDeleteভাল লাগল
ReplyDeleteখুব ভাল লাগল দিদি ।
ReplyDeleteনতুন স্বাদ পেলাম ...।
ReplyDeleteতী।
ReplyDeleteভালো লাগল
ReplyDelete