Saturday, August 11, 2018

কবিতা মণিশংকর বিশ্বাস





ইছামতী

রোদ আর হাওয়ার ভিতর দিয়ে বয়ে যায় একটি নৌকা—
একটি জরুরী প্রস্তাবনার মত—
শিশুর হাঁটতে শেখার মতন করে ভালবাসি—
আকাশের নীলে অভিন্নহৃদয় দু’টি মেঘ
এই মাত্র বিচ্ছিন্ন হয়ে গেল
ঈশ্বরের অভিপ্রায়ে পাখি ডেকে ওঠে—
সকল বেদনার থেকে দূরে ওই গ্রাম।
খুব ধীরে পথ চলে যায়—একটি গরুর গাড়ি—

অর্ধসচেতন নীল তেঁতুলের বন, ধুলো ওড়ে...


যেন দুঃখ চলে গেছে
রয়ে গেছে তাঁর সন্তানসন্ততি।

10 comments:

  1. অশেষ ধন্যবাদ।

    ReplyDelete
  2. বাংলা কবিতা এমন মায়াবি পঙ্‌ক্তি কখনোই হারায় না - "রোদ আর হাওয়ার ভিতর দিয়ে বয়ে যায় একটি নৌকা ..."

    ReplyDelete
  3. এই কবিতার জন্যে অনন্তকাল অপেক্ষায় থাকা যায়

    ReplyDelete
  4. আহা সুমনা এমন করে বললেন! ভালোবাসা জানবেন।

    ReplyDelete
  5. ভালো লাগল মণিদা...

    ReplyDelete
  6. 'আকাশের নীলে অভিন্নহৃদয় দু’টি মেঘ
    এই মাত্র বিচ্ছিন্ন হয়ে গেল ...'

    ReplyDelete

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...