Friday, August 10, 2018

গুচ্ছ কবিতা পার্থপ্রতিম মজুমদার






১.
তবু পাখি দেখি উড়ে যায়
দূর থেকে কত দূরে আর
পিছে পড়ে থাকে সবকিছু
মায়াভরা ঘরসংসার

তবু পাখি দেখি উড়ে যায়
দূর থেকে দূর নীলিমায়...
  
২.এই জল শুশ্রুষা তোমার
আগাছার পাশে ভাঙা ঘাট
      তুলোট কাগজে মুড়ে
       ছঁুয়ে ছেনে জীবনকে
দেখেছি আমিও কতবার

এই জল শুশ্রুষা তোমার...

৩.একদিন ঠিক চলে যাব
ওই সাদা মেঘেদের দেশে
সারাটা জীবনভর কাঁটা
পায়ে দলে, পিষে,ভালবেসে

একদিন ঠিক চলে যাব
সাদা-নীল মেঘেদের দেশে...
 ৪.
এ জীবন প্রহেলিকাময়
পদে পদে পথ ভুল শুধু
সহজেরে যত খুঁজে ফিরি
জটিলতা ঘেরে পাকে পাকে

এ জীবন প্রহেলিকাময়
পদে পদে পথ ভুল শুধু...
 ৫.
পথ ভুলে যদি এলে আজ
থেকে যাও,বসো না এখানে
চারিদিকে কত আলো আর
অন্ধকারের মাঝখানে

শুয়ে আছি দেখো কত একা
আমাকে দেখছে একা রাকা...
 ৬.
হয়ত সেখানে কেউ আছে
জল আর তার চারপাশে
বটগাছ নামিয়েছে ঝুরি

এ জীবনে আমি একা পুড়ি

হয়ত সেখানে কেউ আছে
জল,বট তার আশেপাশে...
 ৭.
তবুও আঁধার নেমে আসে
গাছে গাছে সবুজ পাতায়
নীল-সাদা ফুলেদের ঘরে

যে জীবন রোজ খঁুজি আমি
অনেক আকাশ ঘুরে এসে
যার কথা রোজ মনে পড়ে...

 ৮.
চুপচাপ, একা হয়ে যাব
একদিন,শহরে তোমার
কত হাসি,গান পার হয়ে
ডুবে যাব আঁধারে আবার

চুপচাপ, একা হয়ে যাব
একদিন,শহরে তোমার...
 ৯.
মেঘে মেঘে বেলা হয়ে এল
 নীল আলো,হরিৎ আঁধার
এর মাঝে তোকে খঁুজি আমি
কুয়াশাজড়ানো দীপাধার

মেঘে মেঘে বেলা হয়ে এল
 নীল আলো,হরিৎ আঁধার...

2 comments:

  1. অনেক দিন পরে পার্থ দা'র লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো।

    ReplyDelete
  2. আমারও ভাল লাগল সমিধ,ভাল থেকো...

    ReplyDelete

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...