Thursday, August 9, 2018

গুচ্ছ কবিতা গৌরাঙ্গ মণ্ডল








অস্তিত্ববাদ

'মা' শব্দটি মূলত ধ্রুবক

আমাদের জন্ম দেয় ছুরি
ছুরি আমাদের শব

এই তত্ত্ব লিখে, দেখি, নিজের নিপুণ ছবি
                                   খরচ বাবদ

স্টুপিড ছাগল হয়ে আমি আর জিজ্ঞাসা চিহ্নটি
ঝুলে আছি মুণ্ডহীন, মাংসের দোকানে
পুনশ্চ দাঁড়িয়ে থাকি অন্তর্লীন খাদে
অস্তিত্ব, নেহাতই এক হ্যাংলা জলভাগ

যেদিকেই তাড়া খাই
গর্ব হয়, অনুসৃত ভেবে





নিরাসক্ত


যে যেখানে দাঁড়িয়েছে, সহ্যশীলা ঘাস

নিয়ত আনত হয়, একাকী নাচিছে তন্বীরোদ
কী চকিত! ফুটফুটে চিরমৃত, নিরুচ্চার শোকে
দুহাত উত্তুঙ্গে, মাথা তোলে না শ্রীমান

সে ছিল স্তুপের মধ্যে দুর্গন্ধসম্ভবা
জীবনরে, তুঁহুঁ মম তারই জোগান

উজ্জ্বল যোনির চিত্রে মৃত বালিহাঁসেদের চোখ

লোভাতুর, দীর্ঘ-ঘুম ছুঁয়েছে আকাশ

হাসো হে, নিজের ক্ষয়ে , আড়ালে আন্দাজে
নষ্ট নক্ষত্রের জলে ডুবে যাক লাশ ও বিলাস 


উচ্চারণ


দেখি না উজ্জ্বল ফণা, হাওয়া বুদবুদ

পুরোনো আর্তির জলে, ভরে আছে লাউডগা
                                   পরাশ্রয়ী ভূত

নত হও, অসহায় ফোঁস 

তোমার উদ্বেল স্বরে বশীভূত তান
মুছে গেছে চড়ুইয়েরা, আলোদাগ, চন্দনের বীজ

আহা রে, যিশুরা আজ মৃত রাজসাপ
কাবু হয়ে ভাসিয়েছো সহজিয়া বিষ


আছাড়


যাক, সে ফুরিয়ে যাক

এই নদী,আমার বিশ্বাস
স্থির নয়, ফুরিয়েও যায়
অথচ  ভাঙে না

এই নদী, আমার নিঃশ্বাস

যে কথা নস্যাৎ হল
তার চোখে রক্ত নীল
লবণ ও আহতকণিকা
তার মুখ, নষ্ট সামুদ্রিক

মিছেই ফেনিয়ে ওঠা ঢেউ,তুমি
       জল ছেড়ে          নিস্তার পাবে না



দহন

সামান্য প্রত্যাশা ছিল অন্তরীন মায়া

যেদিকে তাকিয়ে থাকে  বিকৃত, গভীর

নিজেই নিজেকে খ্যাপা,ভেংচি কাটে
                                  জলাবর্ত আলো

স্বপ্ন থেকে স্বপ্নে, সেই বুড়ো হয়ে যাওয়া মোমবাতি
মেরুদন্ড সোজা রাখে, পুড়োয় পাঁজর




4 comments:

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...