Thursday, August 9, 2018

গুচ্ছ কবিতা- ইন্দ্রজিৎ নন্দী





রেনিডে 

মিষ্টি মিষ্টি ইলিশগন্ধ!
 
কোথায় যেনো সম্পর্ক রান্না হচ্ছে অনেকদিনের বাসি ও পুরোনো
 
এপাড়ায় নয়, অন্য কোনো পাড়ায়
 
                           অন্যকোনো বাড়ির আমিষগন্ধ
বর্ষার মত ঢুকে পড়ছে প্রতিটা ঘরের মায়ায় মজ্জায়
                            এমনকি সেলফোনেও!
স্ট্যাটাসে বর্ষা জানান দিলে 
পুরোনো বন্ধুরা ফিরে আসতে পারে ইলিশগন্ধ রাস্তা চিনে চিনে
তারপর একটা চিনেবাদাম আড্ডা থেকে 
ক্রিকেটসন্ধে অবধি বেঁচে ওঠা খানিকখন
পুনরুজ্জীবনের জন্য যথেষ্ট একটা পাঁপড়ভাজা বিকেল,
একটা অল্পপ্রাণ ছুটি, কিংবা বন্ধুপক্ষ কয়েকজন


একটি সিম্পল লাভস্টোরি

ছেলেটা কিছুটা বোকা, কিছুটা অসমতল
কিছু বুঝে ওঠার আগেই
মেয়েটা হাত ধরে বলল:সঙ্গে যাবি চল
ছেলেটা কিছুটা শান্ত আর অনেকটা অনন্যমনা
হাত ছাড়িয়ে বলল:
তুই যা, আমি এখন ফিরতে পারবনা
এভাবেই জলপাই গাছের নিচে ওদের সন্ধে হল
কথা শেষ হয়ে এলো কোপায়ের তীরে
মেয়েটা কিছুটা মেঘ, মাতৃময়ী বৃষ্টি এলো সমস্ত শরীরে
এখন ভেজাভেজা আঙুলগুলো শক্তভাবে ধরে রাখে, 
জেলেপাড়ার পরেই যে পাড়াটা
ওখানেই ছেলেটি থাকে
আর দূরে মফসসলে থাকে মেয়েটা
ছেলেটা সহজ কিন্তু মেয়েটা প্যাঁচালো বৃষ্টিঝাপটা
শাসন করেছিল চোখের পাতায় , শক্তভাবে ধরেছিল হাতটা
যেভাবে পিউপা ধরে রাখে জলপাইগাছের পাতা

মন্দবাসার গল্প

নতুন করে একবার ধ্বংস হতে চাই খেলাচ্ছলে
 
তুমিও দেখবে, বুঝবে ধ্বংসেরা কমাহীনভাবে কথা বলে!
শত্রুপক্ষ কেউ একজন চিনিয়ে দিয়ে যাবে ছাই
ছাইগন্ধে বিকর্ষনরঙা ওয়াইন মেশাবে জলপাই।
ডেটলগন্ধ পাশ কাটিয়ে যাবে, নাকে রুমাল, পায়ে একাকী 
চেনামুখ বদলে যাবার ভিড়ে আজও আমরা অপেক্ষায় থাকি।
কখন হয়তো শেষ চেরি ভেবে তুলে নেবে রোম কি গ্রিস, 
আদর করে বলবে :আবার তোরা শ্যামসন্ধে হতে শিখেছিস!
তুমি চাইলেই হয়ে যেতে পারি আবর্জনা সরানো ট্রাক কিংবা কাকভোর... 
খুব কী দরকার ছিল! ধ্বংসের জন্য তৈরি করা একটা সম্পর্ক, একটা আস্ত শহর


শব্দজীবন

শব্দের কোনো বাস্তব অস্তিত্ব নেই
এই লাইন দেওয়া ছাড়া
জলের লাইন, কেরোসিনের জন্য লাইন
 
এইসব পেরিয়ে এসেছো অনেকগুলো দিন
আপাতত যুদ্ধশান্তি এখন,শব্দরা এখন
ভেজা পায়়রার মত লাইন দিয়ে
                              বসে যায় কার্নিসে
বৃষ্টি থামলে
   উড়ে যায় সেদিকে
যেদিকে খিড়কিপুকুর আছে, ঝাপটাবারান্দা সব আছে
         
               কিন্তু শব্দের কোনো রোদ্দুরঅস্তিত্ব নেই

No comments:

Post a Comment

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...