Thursday, August 9, 2018

গুচ্ছ কবিতা শোভন মণ্ডল







রোমন্থন

মনে পড়ছে ?

একটা নিভৃত বেঞ্চি
পাশে ইউক্যালিপটাস গাছ
পার্কের উঁচু পাঁচিল
অনেকের নাম আঁকা,  মাঝখানে প্লাস প্লাস

পুরনো রঙচটা গেট
পাশে একটা জোকার মূর্তি
সেই রকম,  রঙ নেই

আর একটু চেষ্টা করো সোনা,
মনে তোমার পড়বেই...

কনভেন্টে পড়া প্রেমিকার প্রতি
                 

তুমি যাও, যেখানে যেতে চাও যাও
আটকাবোনাযদি তুমি ভেবে থাকো ভুল ভেবেছো
আটকাবোনা
ভাঙাচোরা মনের ভেতর  আর শক্তির শেষটুকু নেই
ভাগ্য হাসছে বিধি বাম

ফিরে যাও ফিরে যাও তুমি
আমি নিছকই বাংলা মিডিয়াম


একলা মাঠ

শূন্যতা কখনো  বুঝি ছুঁয়ে দেয় পাড়
নিষেক জুড়িয়ে গেলে ফিরে যায় আদর
পূর্বাভাস সেভাবে তো মেলেনি বহুকাল
গাছে গাছে টাঙানো আছে ব্যর্থ ইস্তেহার

কে যেন রটিয়েছে গোপন আলাপন, তাহলে-
হাওয়া যদি ভিজে যায় কী এমন ক্ষতি!

ধান কাটা হলে যে মাঠ পড়ে থাকে একা
রাতে গলা জড়িয়ে তার কান্না শুনেছো ,  পথিক?


গড়াচ্ছে স্ক্যান্ডেল
              

পুষ্পে গন্ধে জড়োসড়ো নিভন্ত স্ক্যান্ডেলমালা
বেনামি চিঠিগুলো সেই সঙ্গে ফিরিয়ে দিও মহাপৃথিবীর ঠিকানায়

বেহদ্দ গোবেচারা এই যে মাতাল প্রেমিক তুমি
কোন পথে লোকেশন কোন পথে ট্রাফিক থাকে জানোনা,  চেনোনা
বোতলে আঙুল দিয়ে কাসুন্দি ঘেঁটেছো সারারাত
এরপর দেখে নিও জলফড়িং-এর ডানাগুলো যথাযথ আছে কিনা
অযথা যেন কড়ে আঙুলের ইশারায় ছুঁয়ে ফেলোনা জাদুদন্ড
সমস্ত স্ট্রেচমার্কগুলো আলুলায়িত থাক চরম গোপনে
হাভেলীর জীর্ণ দেওয়ালে যা কিছু খারাপ,  অপার্থিব সব কিছু
সব কিছু এইভাবে মিশে যাক.....মিশে মিশে বিষিয়ে যায় যাক
আমাদের স্ক্যান্ডেলগুলো গড়াকগড়িয়ে গড়িয়ে সমুদ্রে জুড়োক
খুঁটে খাক রেন ফরেস্টের সুস্বাদু হিউমাসগুলো

আমি তো জানি আমি জানি
এখানে অকাল জ্যোৎস্নার কোন ইতিহাস নেই

           ভাত
          

 উড়ালপোলের নীচে বেদেদের সংসার
ত্রিপলে ঢাকা ছায়াঘন ঘর
চটের সজ্জা, ঘটিবাটি, মাটির হাঁড়ি
ভাঙা খাটিয়া

হুস করে ছুটে যায় অজস্র গাড়ি
রাত বাড়লে কাটাকুটি খেলে হেডলাইট
ব্যস্ত রাজপথে উসকোখুসকো বিষন্ন মুখ
নিথর, নিভৃত

এখানে আগুন জ্বলে একবেলা
হাঁড়ির ভেতরে খেলা করে খিদে
গভীর রাতে সকলের আড়ালে
ঈশ্বর এসে ভাত বেড়ে দেন






No comments:

Post a Comment

'রাষ্ট্র মানেই পরবাসী নিজের ঘরেতে ' : বেবী সাউ

ক্রোড়পত্র  " It's coming through a hole in the air,  from those nights in Tiananmen Square.  It's coming ...